সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ
আব্দুর রশিদঃ
ডুমুরিয়ার ঐতিয্যবাহী সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেণ্ট কলেজ জেনারেল শাখার আয়োজনে নবাগত ২০২২/২০২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে বই বিতরণ করা হয়। এসময় তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জানো শিক্ষা জাতির মেরু দন্ড। শিক্ষায় শক্তি শিক্ষায় বল, একমাত্র শিক্ষায় পারে জাতিকে উন্নত শিখরে এগিয়ে নিয়ে যেতে। তায় শিক্ষার কোন বিকল্প নেই। আজ তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা খুশি। তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে আর নিয়মিত কলেজে আসবে এবং ক্লাস করবে। আর সবাই বই পড়বে-বইকে ভালোবাসবে তাহলে তোমরা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অর্থনীতি প্রভাষক গোবিন্দ ঘোষ, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রভাষক, দীপঙ্কর সুর, প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক এবিএম আখতারুজ্জামান চঞ্চল, প্রভাষক খন্দকার মোস্তাক আহম্মেদ, প্রভাষক সুব্রত কুমার নন্দী, প্রভাষক দিলীপ কুমার নন্দী, প্রভাষক শেখ আমজাদ হোসেন, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, প্রভাষক গফফার বাওয়ালী, প্রভাষক কবিরুল ইসলাম, প্রভাষক আল আমিন সরদার, প্রভাষক শেখ আব্দুর রাজ্জাক, প্রভাষক নির্মলা মল্লিক, প্রভাষক আমেনা চৌধুরী, প্রভাষক নাজমা শিউলী, প্রভাষক দিলীপ কুমার নন্দী, প্রভাষক মোঃ আসাদুজ্জামান বাবলু প্রমুখ। এ সময় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরনীতি প্রভাষক আব্দুর রাজ্জাক।
Please follow and like us: