সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কলেজ ছাত্রলীগ
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কলেজটির ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজটির ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম বাবু, মোঃ আজিবুর রহমান, আব্দুল হান্নান প্রমুখ।
মানববন্ধনে ছাত্রলীগ নতারা সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহানন্দ মজুমদারের বিভিন্ন দুর্নীতি কথা তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা। কলেজ ফান্ডের টাকা ব্যয় না করে সে টাকা লুটপাট করছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমন দাবি করে তারা বলেন বিভিন্ন সরকারি দিবস কলেজ কতৃপক্ষ দায়সারা ভাবে পালন করে। দিবস গুলোতে শুধুমাত্র ছবি তুলেই আনুষ্ঠানিকতা শেষ করা হয়। কিন্তু কলেজ ফান্ডের সরকারি টাকা তুলে অধ্যক্ষ আত্মসাৎ করছে বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করে বলেন কলেজে নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। এছাড়া বক্তব্যে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনাও তুলে ধরেন বক্তারা।