সাতক্ষীরায় বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
রঘুনাথ খাঁঃ
“আপনার দৃষ্টি রক্ষা করুন সুন্দর পৃথিবী
উপভোগ করুন” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব
গ-ুøকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা শাখার আয়োজনে
সাতক্ষীরা দৃষ্টি চক্ষু হাসপাতালের হলরুমে এই আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও দৃষ্টি চক্ষু
হাসপাতালের কন্সাল্টেন্ট চক্ষু চিকিৎসক ও ফ্যাকো সার্জন ডা.
মো. মেহেদী হাসান সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি
হিসাবে আলোচনা করেন দৃষ্টি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট
বিশিষ্ট
গ-ুকোমা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মীর আশরাফুল কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. শেখ তারেক হাসান, এরিস্টো
ভিশন’র রিজিওনাল সেলস ব্যাবস্থাপক সাইফুল ইসলাম, দৃষ্টি চক্ষু
হাসপাতালের ব্যাবস্থাপক মো. আহসান হাবীব, একাউন্টস
অফিসার মুজাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভারতে চিকিৎসা এখন সাতক্ষীরাতে পাচ্ছেন
একই খরচে, তাহলে আপনারা কেন বিদেশে যাবেন চিকিৎসা
নিতে। দৃষ্টি চক্ষু হাসপাতালের সর্বস্তরের মানুষের গ-ুকোমাসহ
চোখের আধুনিক ও সকল ধরনের রোগের সেবা দেওয়া হচ্ছে।সভায়
সাতক্ষীরা পৌরসভার ২৫ জন গ্রাম্য ডাক্তারদের সনদ ও পুরুস্কার।