আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও পথনাটক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদরের শাল্যে সারকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়নে ও ইয়াং ওমেন ইকোনমিক এস্পাওয়ারমেন্ট এর অর্থায়নে স্থানীয়দের অংশগ্রহণে র্যালি ও পথনাটক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা, ইউপি সচিব আমিনুর রহমান, ইয়াং ওমেন ইকোনমিক এস্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারি মোঃ মেহেদী হাসান, প্রকল্পের ব্যাবসা উন্নয়ন কর্মকর্তা সোহেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওমেন ইকোনমিক এস্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারি মোঃ মেহেদী হাসান জানান, ২১-২৫ বছর বয়সী মেয়েদের ক্ষুদ্র ব্যাবসা ও উদ্যোক্তা তৈরির লক্ষে এবং সামাজিক সচেতনতার জন্য আমরা কাজ করছি।
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয়দের অংশ গ্রহণে এই র্যালি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।