পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে যা জানা গেল
নিউজ ডেস্ক:
‘এখনতো শান্তিতেই আছে পদ্মাসেতু। পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তাভাবনা নেই।’
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে, গত বছরের ২৭ জুন পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। এ বিষয়ে ২৬ জুন রাতে তথ্য অধিফতরের এক তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এদিকে ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব বিষয়ে এসময় সেতুমন্ত্রী বলেন, সেটি এখনো চূড়ান্ত নয়। এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসেনি, আমি এটি দেখবো।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি।