সাতক্ষীরায় বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবসে আলোচনা সভা
রঘুনাথ খাঁ:
বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে সুন্দরবন সংলগ্ন বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসেরমোহসিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেকি কলেজের জীববিজ্ঞানের প্রভাষক নুর মোহাম্মদ বুলবুল। আলোচনা সভায় বনজীবী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষউপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবন উপকূলীয় জেলাগুলোকে সাইক্লোন,টর্নেডো,ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা দিয়ে থাকে।আর হিহস্র বন্যপ্রাণীগুলো দুর্বৃত্তদের হাত থেকে সুন্দরবনকে সুরক্ষা দিয়ে থাকে। তবে হরিণ,বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যার ফলে জীব-বৈচিত্রের ভারসাম্য হারাচ্ছে সুন্দরবন। চোরা- শিকারিদের অপতৎপরতা রুখতে জনসচেতনার পাশাপাশি সবাইকে সুন্দরবনপ্রেমি হওয়ার আহবান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, সুন্দরবন শুধু মানুষের জীবন-জীবীকার উৎস নয়,এটা বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। আর সুন্দরবনকে বাচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাচতে দিতে হবে।জীব-বৈচিত্র রক্ষায় বন্যপ্রাণীদের প্রতি সকলের সদয়
আচরণ করার আহবান জানান বক্তারা। বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,সকলের অংশগ্রহণে,বন্যপ্রাণী হবে সংরক্ষণ। ০৩ মার্চ দিবসটি উদযাপিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ০৫ মার্চ দিবসটি উদযাপিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি শ্যামনগরের ধলপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ তিনব্যক্তিকে আটক করে র্যাব সদস্যরা। এর ৯দিন পরে খুলনার কয়রা এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড। এরপরপরই বন্যপ্রাণীদের সুরক্ষা দেওয়ার বিষয়টি বিভিন্ন আলোচনায় প্রাধান্য পাচ্ছে।