বুধহাটায় বিভিন্ন প্রদর্শনীতে কৃষি অফিসার

জি এম মুজিবুর রহমান:

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনীতে কৃষি কর্মকর্তা গমন করে ফসলের অবস্থা সম্পর্কে খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলার নওয়াপাড়া গ্রামে রবি/২০২২-২৩ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রদর্শনী খামার করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫ একরের বঙ্গবন্ধু ধান-১০০ (ব্রিধান-১০০) প্রদর্শণী পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় তিনি পোকামাকড় দমনে পার্চিং, আগাছা দমন, সার ও সেচ প্রয়োগের পরামর্শ প্রদান করেন। এরপর তিনি শ্বেতপুর গ্রামের চন্দন ঘোষের গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বারিড পাইপ প্রদর্শণী পরিদর্শন করেন। চাষীরা যাতে কৃষি বিভাগের সার্বিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাঙ্খিত ফসল উৎপাদনে সক্ষম হন সে জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)