আশাশুনিতে মহাতাবু জলসার মাধ্যমে উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে মহা তাবু জলসার মধ্যদিয়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ- ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে আশাশুনি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ৪দিনের স্কাউট সমাবেশ শেষ হয়।
বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি হিসাবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের স ালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, সাব ক্যাম্প লিডার দুলাল চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০ জন স্কাউট ও ২০ জন ইউনিট লিডারের অংশ গ্রহনে ২ মার্চ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানের ২য় পর্বে ডেপুটি সাব ক্যাম্প লিডার মোস্তাহিদুর রহমানের স ালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ দলগতভাবে সঙ্গীত, ছড়া গান, রম্য নাটক, নৃত্য পরিবেশন করে। সবশেষে স্কাউটসদের মাঝে সনদ বিতরণ করা হয়। স্কাউট সমাবেশ সফল করতে প্রোগ্রাম চিপ হাফিজুর রহমান, ফিল্ড চিপ নীল কোমল মন্ডল, সাব ক্যাম্প চিপ দুলাল চন্দ্র সানা ও মাজহারুল ইসলাম, ডেপুটি সাব ক্যাম্প চিপ মোস্তাহিদুর রহমান ও আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন।