সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত
রঘুনাথ খাঁ:
’ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষ করে জেলা নির্বাচন অফিস চত্বর এসে শেষ হয়।
এসময় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালী, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমূখ।
বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (ঋঊগইঙঝঅ) চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
নির্বাচন কমিশনের তথ্য মতে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চুড়ান্ত ভোটার সংখ্যা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।