প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে পায়ে হেটে সাতক্ষীরায় ভারতীয় যুবক রোহন
এম. বেলাল হোসাইন:
প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে পায়ে হেটে দক্ষিণ এশিয়া ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুর ২১ বছর বয়সী যুবক রোহন আগরওয়াল। তার মা বাবা এবং একটি ছোট বোন রয়েছে। তার পিতার ছোট একটি দোকান রয়েছে। তিনি অনলাইন বিএম দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানান।
ইতোমধ্যে সে ভারতের ২৭টি রাজ্য এবং নেপাল ভ্রমণ করে বাংলাদেশে এসেছে।
বাংলাদেশের ৪৭ তম জেলা হিসেবে সাতক্ষীরায় পৌছে পরিবেশ রক্ষায় স্বপ্ন দেখা যুবক রোহন আগরওয়াল। ভ্রমনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পৌরসভায় পৌছায় রোহন। তার আগমনে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ পৌরকর্তৃপক্ষ।
প্লাস্টিক মুক্ত এশিয়ার স্বপ্ন দেখা যুবক রোহন জানান, তিন বছর আগে আমি যাত্রা শুরু করেছি। এই যাত্রায়, আমি ১৬ হাজার কিমি হেঁটেছি এবং মাঝে মাঝে কিছু সময় লিফটও নিয়েছি। তবে কোন গণপরিবহনে উঠিনি। ইতোমধ্যে ভারতের ২৭টি রাজ্য এবং বাংলাদেশের ৪৭টি জেলা ভ্রমণ করেছি। এই যাত্রায় মোট ৯৩০ দিন ভ্রমন করেছি। এর মধ্যে বাংলাদেশে ১৩৫ দিন ধরে আছি। যাত্রা করার আমার মূল উদ্দেশ্য হল প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। পরিবেশ সম্পর্কে বার্তা দেওয়ার জন্য আমি অনেক স্কুল এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। পরে অসুস্থ হয়ে সাইবেরিয়ার ওমিয়াকোমে হেঁটে গিয়েছি। যেখানে তাপমাত্রা -৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর শীতলতম স্থান। সে দাবি করে জানায় আমিই প্রথম দক্ষিণ এশীয়ায় স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছব। সাইবেরিয়া যাওয়ার পথে আরও ৫ বছরে দক্ষিণ এশিয়ার ২০টি দেশ অতিক্রম করব এবং প্লাষ্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করবো।