নলতায় কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রভাষক মনিরুজ্জামান (মহসিন):
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে ঐতিহ্যবাহী খানবাহাদুর (কেবি) আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে ১ ও ২ মার্চ বুধ ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।
২ দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা পরবর্তী অনুষ্ঠানের বৃহস্পতিবার  সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে বিভিন্ন ব্যস্ততায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো: এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন,  প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক মো: কামরুল ইসলাম, প্রভাষক মাহমুদুন্নবী,প্রভাষক মোমেনা খানম, প্রভাষক কওছার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ,সিনিয়র শিক্ষক কাজী আবেদুল ইসলাম, আব্দুর রউফ, ২দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও সিনিয়র শিক্ষক মো: আলিমুজ্জামান শাহীন,সিনিয়র শিক্ষক ব্রজ কুমার ঘোষ, সহকারী শিক্ষক নাজমা খাতুন, আমিনুর রহমান, আনোয়ারা খ সেখ আল আজাদ, রবিউল ইসলাম, শিক্ষক রহিমা সুলতানা ঝুমা, জেবুন্নাহার, প্রাণ কুমার বসাক, আফিফা মোসলেমা লিচা, শারমিন আক্তার শোভা, মন্নুজান, মেরিনা ইমরোজ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা,বিচারকমন্ডলী, সংবাদকর্মী, সুধী তথা নানা শ্রেণি-পেশার মানুষ।
সহকারী শিক্ষক শেখ আলমগীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক।
পরে বেলা ৩ টায় সহকারী শিক্ষক শেখ আলমগীর কবির ও সহকারী শিক্ষক মো: রবিউল ইসলাম এর যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে বিদ্যালয়ে ২০২২ সালে সর্বাধিক উপস্থিত ১৭ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে সি এল পুরস্কার সহ ২০২৩ সালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রায় ২ শত বিজয়ীর মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে।
২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা বাংলা ও ইংরেজি, একক অভিনয়, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ছড়া গান, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নৃত্য, নজরুল সংগীত, লোক সংগীত এবং যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতা।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)