সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্তে আটটি সোনার বার উদ্ধার
রঘুনাথ খাঁঃ
ভারতে পাচারকালে আটটি
সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকাল
সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার
দক্ষিণ সোনাবাড়িয়া এলাকা থেকে এ সোনা উদ্ধার
করা হয়। তবে কোন পাচারকারিকে আটক করতে
পারেনি বিজিবি।
মাদরা বিজিবি ক্যাম্পের নায়েক প্রশান্ত কুমার
জানান, একটি পাচারকারি চক্র ভারতে বিপুল পরিমান
সোনা পাচার করবে এমন খবরের ভিত্তিতে বুধবার
সকাল সাড়ে ১১টার দিকে মাদরা সীমান্তের ১৩ নং
মেইন পিলারের দেড় কিলোমিটার অভ্যন্তরে দক্ষিণ
সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ
সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে
চোরাচালানিরা পালিয়ে যায়। এ সময় ওই স্থান থেকে
একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো আট টিস
সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন
এক কেজি আট গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ ৬৪
হাজার টাকা।
উদ্ধারকৃত সোনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা
দেওয়া হয়েছে। এ ঘটনায় পাচারকারিকে পলাতক
দেখিয়ে কলারোয়া থানায় মামলা করার প্রস্তুতি
চলছে।