তাপমাত্রা বাড়বে
নিউজ ডেস্ক:
শীতকাল শেষ হয়েছে। আগামী দু-তিনদিন আবহাওয়ার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ থেকে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আগামী দু-তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে। আমাদের হিসাবে আজই শীতকাল শেষ। আমরা বলি ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি শীতকাল।
তিনি বলেন, আগামী দু-তিনদিন পর হয়তো তাপমাত্রা বাড়বে। তবে হঠাৎ করে বেশি বাড়বে না, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।