কলারোয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
কামরুল হাসান:
কলারোয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মণ্ডল, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইফুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান কার্যালয়ের শারমিন নাহার, দীপা রানী ঘোষ, সাংবাদিক এমএ সাজেদ প্রমুখ। এর আগে দিবসের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।