শ্যামনগরে কারিতাস (সিআইএমএমএস) প্রকল্পের উদ্যোগে ঋণের /দাদনের ক্ষতিকর প্রভাবের উপর কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি:
২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০ ঘটিকায় কারিতাস খুলনা অঞ্চলের অধীনে শ্যামনগর উপজেলার কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারে ঋণের /দাদনের ক্ষতিকর প্রভাব এর উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাবু অসীম কুমার মৃধা চেয়ারম্যান ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নজরুল ইসলাম চেয়ারম্যান ৯ নং বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদ।
এ ছাড়াও রমজান নগর মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গন ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে এবং দলীয় সদস্য মিলে মোট ৫০ জন অংশগ্রহণকারী উক্ত কর্মসভায় অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় ঋণ /দাদনের ক্ষতিকর প্রভাব এর উপর বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মিস্টার এন্ড্রিকো মন্ডল প্রজেক্ট অফিসার (সিআই এমএমএস)। এ ছাড়া প্রকল্পের পক্ষে আরো উপস্থিত ছিলেন সুজন সেন ,মোঃ শরিফুল ইসলাম, নীলা সরকার প্রমুখ।
Please follow and like us: