কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
কামরুল হাসান:
“প্রাণিসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে
শনিবার প্রাণিসম্পদ চত্বরে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে
উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,
কৃত্রিম প্রজনন আতাউর রহমান, সম্প্রসারণ অফিসার সজল কুমার দাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ.সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দী।
সমাপনী অনুষ্ঠানে ১০ জন বিভিন্ন জাতের গরু খামারী, ১২জন বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী, কবুতর ও সৌখিন পাখির খামারী। ৯জন বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, বিভিন্ন ধরনের ঘাস ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রদর্শনী স্টলকে পুরস্কৃত করা হয়। উপজেলা
প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক সর্বমোট ৫০জনকে এবার পুরস্কৃত করা হয়েছে।
Please follow and like us: