কেশবপুরে জমি নিয়ে বিরোধে শিশু নির্যাতনের অভিযোগ
কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সোহেল হোসেন নামের ৮ বছরের এক শিশুকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িহাটি গ্রামে। এঘটনায় গতকাল কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের সিদ্দিক গাজী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। বাড়িতে তার স্ত্রী ও ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সিদ্দিক গাজীর সাথে জমি নিয়ে একই গ্রামের আব্দুল জব্বার ওরফে ভরু জব্বার মোড়লের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সিদ্দিক গাজী প্রবাসে থাকায় প্রতিপক্ষরা তার স্ত্রী সালমা খাতুন ও ছেলে সোহেল কে বিভিন্নভাবে হুমকি, অত্যাচার ও নির্যাতন করে আসছে। ওই বিরোধের সূত্র ধরে রবিবার দুপুরে আব্দুল জব্বার ওরফে ভরু জব্বার মোড়লের নেতৃত্বে এবই গ্রামের সবুজ হোসেন, আব্দুল হালিম মোড়লসহ একদল ব্যক্তি সিদ্দিক গাজীর ছেলে সোহেল হোসেনকে শনিবার বিকেলে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় সোহেল হোসেনকে তার মাতা সালমা খাতুন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সালমা খাতুন কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
কেশবপুর থানার উপ-পরিদর্শক বিদুষ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তকরে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: