কলারোয়ায় দুরন্ত গতিতে দাপিয়ে চলা ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের
কামরুল হাসান:
কলারোয়ার সর্বত্র দুরন্ত গতিতে দাপিয়ে চলা বেপরোয়া মাটিবাহী ডাম্পার ট্রাক্টরের ধাক্কায় এবার প্রাণ গেলো এক পুলিশ সদস্যের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের পাকা সড়কে। নিহত পুলিশ সদস্যের নাম ইমরান হোসেন (২৫)। তিনি কলারোয়ার জালালবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের স্কুল শিক্ষক মোনায়েম হোসেনের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য ইমরান হোসেন বৃহস্পতিবার সকালে একজন সঙ্গীসহ মোটরসাইকেল চালিয়ে নিকটবর্তী বাজার সিংহলালে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ডাম্পার ট্রাক্টরের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা নয়ন নামের অপর আরোহীকে মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, পুলিশ সদস্য ইমরান হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তবলছড়ি পুলিশ তদন্তকেন্দ্রে কনস্টেবল পদে চাকুরিরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি ৫ বছর বয়সী এক কন্যাশিশুর জনক। এর আগে গত ২০ জানুয়ারি একই বাহনের ধাক্কায় সীমান্তবর্তী চন্দনপুর কলেজ মোড়ে মুনতাহিনা নামের ৬ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়।