সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী তিশাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাছনিম রহমান তিশাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিপন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় তিশার পিতা জিয়াউর রহমান মিশন বাদী হয়ে তিনজনকে আসামী করে বুধবার সকালে সদর থানায় এজাহার দাখিল করেছেন। মামলার অন্যান্য আসামী শহরের টিভি সেন্টারের পেছনের বাসিন্দা শামসুর রহমান এবং তার বখাটে ছেলে রাজ।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, শহরের বাস টার্মিনালের পিছনে মধুমোলারডাঙির বাসিন্দা জিয়াউর রহমানের মেয়ে তাছনিম রহমান তিশা প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার জনৈক রাজ তাকে উত্যাক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। এসব ঘটনার জের ধরে রাজের পরিবারকে সতর্ক করা হলেও কার্যত বেপরোয়া ছিল রাজ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তিশা নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে একটি গোপন মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইলের সূত্রধরে রিপন নামের এক যুবককে রাতেই আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। সার্বিক ঘটনা গভীরভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।