সাংবাদিক উদয় চক্রবর্তীর মৃত্যুতে ডুমুরিয়া প্রেসক্লাবের শোক
আব্দুর রশিদ,খুলনা :
ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি উদয় চক্রবর্তী (৫৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু
বরণ করেন।
মৃত উদয় চক্রবর্তীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১ টার দিকে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তম্ময় চত্রবর্তী ও স্ত্রী প্রতিমা চক্রবর্তী সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার দুপুরে শোভনা গাবতলা মহা শ্মশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হয়।
এদিকে সাংবাদিক উদয়ের মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা বাড়িতে ছুটে যান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অপরদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবদেনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সম্পাদক শেখ মাহাতার হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ এস রফিক, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য এম এ এরশাদ, শেখ এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক, সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, বিলায়েত হোসেন, শেখ হেদায়েতুল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, মো: মাহাবুর রহমান, অরুন দেবনাথ, সাব্বির খান ডালিম, সুব্রত কুমার ফৌজদার, আতিয়ার রহমান, শেখ হাবিবুর রহমান, বাবুল সরদার, আশরাফুল আলম, শেখ ইলিয়াছ হুসাইন, এস কে বাপ্পী, বাধন মন্ডল, মোক্তার হোসেন,ফরিদ হোসেন প্রমুখ।
Please follow and like us: