কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কামরুল হাসান:
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বৃক্ষরোপণে দেশ সেরা হওয়ায় প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বৃক্ষরোপণে দেশ সেরা হওয়ায় প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
মাসিক সমন্বয় সভায় উপজেলাব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় সূচি, বার্ষিক কর্ম পরিকল্পনা, স্কাউট দল গঠন, অনলাইন এমপিও, ইনহাউজ ট্রেনিং, আই.এম.এস এ তথ্য প্রেরণ, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক রবিউল আলম, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক মজিবর রহমান, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আ.বারী, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আবুল হোসেনসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান।
সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল।
Please follow and like us: