সট সার্কিটে দোকানে আগুন;লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে বৈদ্যুতিক সট সার্কিটের আগুনে পুড়ে এক ব্যবসায়ীর দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। মঙ্গলবার(২১ফ্রেরুয়ারী) ভোর রাতে খলিষখালীর দক্ষিনপাড়া বাজারের রামকৃৃষ্ণ দেবনাথের দোকানে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী রাম কৃৃষ্ণ দেবনাথ একই এলাকার মৃত হরিপদ নাথের ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
রামকৃষ্ণ দেবনাথ জানান, রাতের কোন এক সময় দোকানে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী আমাকে জানালে আমি তাদের সহয়তায় আগুন নিয়ন্ত্রন করি। পরবর্তীতে ভিতরে গিয়ে দেখি দোকানের মালামাল ও আসবারপত্র পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার দোকানে মালামাল আগুনে বিনিষ্ট হয়েছে। এর ফলে আমি এখন নিঃশ্ব হয়ে পড়েছি।
খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ওই ব্যবসায়ীর প্রায়৪/৫লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ীকে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
Please follow and like us: