ডুমুরিয়ার সৈয়দ ঈসা বিএমটি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত
আব্দুর রশিদ, খুলনা :
ডুমুরিয়ার সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃ ভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে কলেজ মাঠে এসে সিনিয়র সহকারী অধ্যাপক আঞ্জুমানয়ারা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা বলকন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা সেই পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পেরেছি। বাঙালি জাতিসত্ত্বার পরিচয় পেয়েছি। তিনি আরও বলেন, ইতিহাস ছিল, ইতিহাস আছে এবং ইতিহাস থাকবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে অনুসরণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্হিত ছিলেন প্রভাষক নাসির উদ্দীন কাগজী, প্রভাষক বিজন কুমার রায়, প্রভাষক এসকে, নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসান, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক শঙ্কর কুমার রায়, প্রভাষক সঞ্জয় ঘোষ, প্রভাষক লিপিয়া খাতুন, প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক (জেনারেল), প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রভাষক, দীপঙ্কর সুর, প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক এবিএম আখতারুজ্জামান চঞ্চল, প্রভাষক খন্দকার মোস্তাক আহম্মেদ, প্রভাষক সুব্রত কুমার নন্দী, প্রভাষক শেখ আমজাদ হোসেন, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, প্রভাষক কবিরুল ইসলাম, প্রভাষক আল আমিন সরদার, প্রভাষক শেখ আব্দুর রাজ্জাক, প্রভাষক নাজমা শিউলী, প্রভাষক দিলীপ কুমার নন্দী, প্রভাষক মোঃ আসাদুজ্জামান বাবলু, কম্পিউটার প্রদর্শক মোঃ আব্দুর রশিদ, আসমা খাতুন, বিধান মন্ডল, লাইব্রেরিয়ান মোঃ কামরুল ইসলাম, অফিস সহকারী সুরঞ্জন ঘোষ, হিসাব সহকারী মোঃ মশিয়ার রহমান, রুমিচা পারভীন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিগরি শাখার ই-বিজনেস প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক।
Please follow and like us: