শ্যামনগরে কৃষক- কৃষি কথা অনুষ্টিত
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে কৃষিতে কীটনাশকের ক্ষতিকর প্রভাব ও জৈব সারের উপকারিতা নিয়ে কৃষক – যুব কৃষিকথা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভুরুলিয়া চালিতাঘাটা স্কুলে সিডিও ইয়ুথ টিমের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানীর সঞ্চালনায় বারসিকের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিক কর্মকতা রুবিনা পারভিন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, ভুরুলিয়া ইউনিটের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও কৃষক সুন্নত আলী।অনুষ্টানে জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সময়ে কৃষির সঙ্গে অনেক তরুণ-যুবক জড়িত হচ্ছে ভাগ্যের চাকা বদলানোর আশায়। অনেকে শখ করে শুরু করলেও পরবর্তীকালে এ পেশাকে জীবিকা অর্জনের একমাত্র উপায় হিসাবে গ্রহণ করে। অল্প সময়ে লাভবান হওয়ার জন্য কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে হরেক রকমের রাসায়নিক সার। ফসল যাতে বিনষ্ট না হয় বা পোকামাকড় যাতে আক্রমণ না করে সে জন্য ব্যবহার করা হয় কীটনাশক।
অনেক কৃষক মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছে, যা মানব শরীরের জন্য ক্ষতিকারক এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এতে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে গিয়ে ফসলের উপকারী পোকামাকড়ও ধ্বংস হচ্ছে। কীটনাশকের কারণে বহু বিল-হাওড় মাছশূন্য হয়ে পড়েছে। বহু প্রজাতির পাখি হারিয়ে গেছে। ফসল রক্ষাকারী পোকামাকড় ধ্বংসের কারণে প্রতিবছর হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারসিক কর্মকতা চম্পা মল্লিক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, মহসিন কলেজ ইউনিটের সদস্য নাইম হোসেন সহ এলাকার কৃষক ও যুবরা।
Please follow and like us: