পাটকেলঘাটার নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশে পুলিশ মোতায়েন
রঘুনাথ খাঁ,সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আওয়ামী লীগ ও নাগরিক কমিটির মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি বিশৃঙ্খলা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকালে তালা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিনের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ মাইকিং করা হয়।
এদিকে সমাবেশ বন্ধ হওয়ার কারণে তালা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজী হননি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, উন্নয়নের জন্য দাবি করার অধিকার জনগনের রয়েছে। কি কারণে প্রমাসনেরে পক্ষ থেকে সমাবেশ বন্ধ করা হলো সেটা তার জানা নেই। তবে জনগণের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
পাটকেলঘাটা নাগরিক কমিটির আহবায়ক মাগফুর রহমান ঝান্টু বলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুলাহ গত ১০ বছরে পাটকেলঘাটার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। সেকারণে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশের বাঁধার কারণে সেটি বন্ধ রাখা হয়েছে। সকালে থানার পুলিশ এসে তাদের জানায় সমাবেশ করতে হলে জেলা পুলিশ সুপারের অনুমতি নিতে হবে।।
এ ব্যপারে তালা সহকারি কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ি সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে মাইকিং এর পাশপাশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিনি আরো জানান, সরকারের শেষ সময়ে একই দলের লোক প্রতিবাদ সমাবেশ ডাকবে সেটা কাম্য নয়। তাদের কোন দাবী দাওয়া থাকলে তাদের মাধ্যমে জানালে চেষ্টা করা হবে সেটি নিরসনের জন্য।