চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী করাগারে
নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে ২৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশের নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এ সময় ২৫ জনকে আটক করা হয়। পরে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। রোববার সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান।