সংবাদ প্রকাশে একদিন কাজ বন্ধ: চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে আবারও ডুমুরিয়ায় পাউবোর জায়গা দখল শুরু
আব্দুর রশিদ, খুলনা :
নূরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে’র অফিসে স্ব-শরীরে যেয়ে লিখিত মুচেলকা দিয়েছেন বৃহস্পতিবার। আর পাউবোর কোন জায়গায় কাজ করবো না। শনিবার থেকে আবারও ভরাট করছেন পাউবোর জায়গা। ভরাটকারীদের দাবি কর্তৃপক্ষ’র অনুমতি রয়েছে। পাউবো বলছে আমরা কিছুই জানিনা। এভাবে চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে ডুমুরিয়ায় পাউবোর জায়গরা দখল অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় দৈনিক পত্রিকাসহ আঞ্চলিক বেশ কয়েকটি পত্রিকায় প্রভাবশালীদের প্রভাবে পাউবোর জায়গা দখল হচ্ছে এমন খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে ভান্ডারপাড়া গ্রামের পাউবোর জায়গা দখল ও ভরাটকারী পঞ্চানন অধিকারী নুরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে যেয়ে লিখিত মুচেলকা দেন তিনি আর মাটি ভরাট করবেন না ও ওই জায়গায় কোন কার্যক্রমও চালাবেন না। কিন্তু ওই দিন বিকেলে আবারও নেট দিয়ে ঘেরা বেড়া দেন।
পরে পাউবো কর্তৃপক্ষের নির্দেশে ঘেরাটি সন্ধ্যার পরে অপসারণ করেন। একদিন পরে শনিবার এবার ওই পঞ্চানন অধিকারী স্কেবেটার দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আবারও কাজ শুরু করেন। কৈয়া বাজারের জামাল হাওলাদারের ছেলে সোহেল রানা ওই স্কেবেটার নিয়ে কাজ শুরু করে। এই সোহেল রানা এখনও শোলমারী খেয়াঘাটের কাছে নদী থেকে মাটি কাটছে। এর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে এর আগে একাধিকবার অভিযোগ করলেও তার অপকর্ম অব্যাহত রয়েছে।
গতকাল বিকেলে কাজ করা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যেয়ে পুনরায় কাজ শুরু করার কারণ জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতিতে কাজ করা হচ্ছে । এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসেম আলী বলেন, কাজ করলে আমাদের কি করার আছে। আমরা ঘটনাস্থলে আগামী সোমবার যেয়ে ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আগামী কালই পাউবো কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। উল্লেখ্য গতকালও পাউবোর মাটি গিলে খাচ্ছে ইটভাটা শিরোনামে সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
Please follow and like us: