২৩ বোতল ফেনসিডিলসহ সাতক্ষীরার ঝাউডাঙার মাদক ব্যবসায়ি স্বজল ঘোষ গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা গ্রামের কুখ্যাত মাদকব্যবসায়ি স্বজল ঘোষ। পুলিশের দাবি তাকে বৃহষ্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে সাতক্ষীরার বাইপাস সড়ক থেকে কাশেমপুর আসার পথে গ্রেপ্তার করা হয়।
সে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা গ্রামের বিধু ঘোষের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন সাংবাদিকদের জানান, স্বজল ঘোষ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ি। গোপন খবরের ভিত্তিতে তাকে বৃহষ্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাইপাস সড়ক থেকে কাশেমপুর যাওয়ার পথে ২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সহকারি উপপরিদর্শক আলমগীর হোসেন বাদি হয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ঝাউডাঙা হরিতলার পার্শ্ববর্তী বাসিন্দা সহাদেব পান, নিমাই ঘোষ, শুকদেব ঘোষসহ কয়েকজন জানান, বৃহষ্পতিবার সকাল সোয়া ১১টার দিকে স্বজল ঘোষ একটি মোটর সাইকেলে এসে ঝাউডাঙা বাজারে আসার আগে গোবিন্দকাটি গ্রামের পুলিশ সোর্স শাহীনসহ তিনজন গোয়েন্দা পুলিশ মেইন রাস্তার উপর দাঁড়িয়েছিল।
স্বজল তাদের দেখতে পেয়ে পালানোর চেষ্টা করলে শাহীন ও গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে। সকাল ১১টা ২০ মিনিটে সহাদেব পান এর চায়ের দোকানের পাশ থেকে ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তারা পুলিশসহ স্বজলের স্থির চিত্র ও ভিঙিও ফুটেজ ধারণ করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার আমিনুর রহমান জানান, সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্বজল ঘোষ নামের ওেকান আসামীকে থানায় সোপর্দ করা হয়নি।