সাতক্ষীরায় ‘বীরনিবাস’ পেলেন ১১৬ টি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি :

সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ফেব্রæয়ারি) বেলা ১২টায় গণভবণ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে বীর নিবাস হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ বেশ কিছু মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগন।

সাতক্ষীরা জেলার মোট ২৯১টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার ‘বীর নিবাস’ পাবেন। এর মধ্যে আজ ১১৬টি ঘর প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও নড়াইল জেলার সাথে যুক্ত হয়ে বীরনিবাসের চাবি হস্তান্তর করেন ।

সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও ফাতেমা তুজ জোহরা জানান, সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে।

কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোন ঘর উদ্বোধন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘরে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুম সহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ঘর পেয়ে যেমন মুক্তিযোদ্ধা পরিবারগুলো আনন্দে ভাসছে তেমনি আমার ঘরগুলো নির্মাণ করতে পেরে গর্ববোধ করছি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শনায় অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজগুলোর নির্মাণ কাজ শেষ করা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)