রমজাননগর ইউনিয়নে কারিতাসের উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি:
কারিতাস খুলনা অঞ্চল, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব, প্রকল্প কর্তৃক আয়োজিত রমজান নগর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার বেলা ১১ টায় রমজান নগর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজান নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ আল মামুন এর সভাপতিত্বে, (UDW-CIMMS) প্রকল্পের শরিফুল ইসলাম সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাসের কেন্দ্রীয় প্রতিনিধি, প্রজেক্ট কো-অডিনেটর-CIMMS প্রকল্পের মোঃ আলমগীর হোসেন, মি. এন্ড্রিকো মন্ডল,(প্রজেক্ট অফিসার সিআইএমএমএস) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সিটিসি কমিটি কি, সিটিসি কমিটির দায়-দায়িত্ব, মানব পাচারের শাস্তি, মানব পাচার প্রতিরোধে দমন আইন ২০১২ সম্পর্কে উপস্থাপনা করেন। উক্ত সিটিসি সভায় উপস্থিত ছিলেন রমজান নগর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যগণ। এছাড়া উপস্থিত কারিতাসের (ইউ ডি ডব্লিউ) মি, সুজন সেন ও মিসেস নেল্লা সরকার প্রমুখ।
Please follow and like us: