‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’
ফিচার ডেস্ক:
প্রকৃতিতে আজ ফাল্গুন। পাতা ঝরা শেষে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে সবুজ পাতা আর নানা রঙ্গের ফুল। ফাল্গুনের হাত ধরেই তো ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ বাহারি সাজ। বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা।
আমরা ফাল্গুন মাসকে আদুরে স্বরে বলে থাকি ফাগুন।এই ফাগুনের ভেতর লুকিয়ে আছে বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা। বসন্ত এসেছে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তি ফুলের পরশ আর সৌরভে কেটে যাক শীতের জরাজীর্ণ।
উল্লেখ্য, বাংলা বছর গণনায় ফাল্গুন ১১তম মাস। এই মাসটি কালের আবর্তনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটি শুধু একটি মাসের নামের মধ্যে সীমাবদ্ধ নেই। ১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন ঘটেছিল মহান ভাষা আন্দোলন। যা আজ বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারির মোড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।