ড্রেসিংরুমে ধূমপান, শাস্তি পেলেন সুজনসহ তিন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক:
চলমান বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ড্রেসিংরুমে ধূমপান করায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। এর জেরে শাস্তি পেলেন তিনি। তাকে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এছাড়া জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি পেয়েছেন আরও ৩ ক্রিকেটার। জরিমানা গোনা তিন ক্রিকেটার হলেন- শেখ মাহেদী হাসান, নিকোলাস পুরান ও মোসাদ্দেক সৈকত। সুজনের মতো তাদের বিরুদ্ধেও বিসিবির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠেছে।
শেখ মাহেদীকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট, মোসাদ্দেক হোসেন সৈকতকেও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট এবং নিকোলাস পুরানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দেওয়া হয়েছে।
খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের মধ্যকার লিগ পর্বের শেষ ম্যাচে ড্রেসিংরুমে ধূমপান করেন করেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন, যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। সেই দৃশ্য ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
তবে ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের ভিত্তিতে সুজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া বাকি তিন ক্রিকেটার আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ দেখিয়ে শাস্তি পেয়েছেন।