কলারোয়ায় গরুর বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধিঃ
গবাদিপ্রাণীর জাত উন্নয়নের মাধ্যমে দেশে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ব্রাকের আয়োজনে আজ বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়ায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহারের মাধ্যমে উৎপাদিত বাছুর প্রদর্শনী ও খামারীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক স্কুল মাঠে বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ ব্র্যাকের সিমেন ব্যবহারকরীর মধ্যে থেকে ২৫ জন সফল শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন৷

ব্রাকের লাইভস্টক সার্ভিস এন্ড ট্রেনিংয়ের ম্যানেজার মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজননের উপ-পরিচালক ডাঃ এস এম মাহবুবুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক কৃত্রিম প্রজনন জোনাল সেলস ম্যানেজার পশ্চিমাঞ্চল এম এ মান্নান, রিজিওনাল সেলস ম্যানেজার মো: আনোয়ার হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

ভেটেরিনারি সার্জন ডা: মো: অলিদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কৃত্রিম প্রজননের জোনাল সেলস ম্যানেজার এম এ মান্নান, এবং এরিয়া সেলস ম্যানেজার বিভুতি কুমার মজুমদার প্রমূখ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)