একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু, নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক:
একাদশ শ্রেণিতে (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের চতুর্থ ধাপে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। আর আবেদনের ফল প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি।
আরো বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ (সর্বশেষ) ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।
অনলাইনের মাধ্যমে যেসব শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন-
>> যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি।
>> যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি।
শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের নির্দেশিকা অনুসরণ করতে হবে।