উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরা সিটি কলেজে নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরা সিটি কলেজে নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ফেব্রæয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম এঁর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “সাতক্ষীরা কলেজের একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। এ প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। শিক্ষকরা নবীন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশ কিভাবে সৃষ্টি সেই ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। নবীন শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই নবীন শিক্ষার্থীদের হাত ধরে তৈরী হবে স্মার্ট বাংলাদেশ।”

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দীন, উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভপতি ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিকে মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পি, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ কান্তি সাহা, নবীন শিক্ষার্থী সবুজ কর্মকার, নিলা আক্তার প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের কৃতি-শিক্ষার্থী ও কলেজে শতভাগ হাজিরার জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শিমুল হোসেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)