তালায় সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ফারুক সাগর,তালা :
সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ রোধে সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ফেব্রুয়ারি) তালা শিল্পীকলা একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন (তালা কলারোয়া- ১) আসনের সংসদ সদস্য ত্র্যাড: মোস্তাফা লুৎফুলাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)চৌধুরী রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।
‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতন করে নিরাপদ ইনটারনেট ব্যবহার করার দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করা হয়।
Please follow and like us: