উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে….সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি
আব্দুর রশিদ, খুলনা :
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক পর্যায়ে বেশি উন্নত হয়। যে কারণে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে গেছে। এজন্য তিনি উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন দুযোর্গ ব্যবস্হাপনা বিভাগের অধীনে হেরিং বন্ড ও ব্রীজ নির্মান কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন । পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিত বৈধ্য।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, পল্লী শ্রী কলেজের অধ্যক্ষ সুভাষ সরদার, ইউপি সদস্য দেবব্রত সরদার, ঠিকাদার মাসুদ আলম প্রমুখ।
উল্লেখ্য ২০- ২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৮০ লাখ ৩৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে মাদারতলা পুুলিশ ক্যাম্পের পাশে ব্রীজ নির্মান ও চলতি অর্থ বছরে শোভনা পাড় মাদারতলা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় হতে নিউটন মন্ডলের ঘের অভিমুখি ৮৪ লাখ ৪১ হাজার ৭শত টাকা ব্যায়ে হেরিং বন্ড রাস্তা নির্মান করা হয়েছে।
Please follow and like us: