১১ বছরের ছাত্রীকে বিয়ে করতে হাজির ৪৫ বছরের বর, অত:পর…
নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার তখন বিকেলে। ওই সময় চলছিল চতুর্থ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন। বিয়ে করতে এসেছিলেন ৪৫ বছরের বর। ঠিক ওই সময় বিয়েবাড়িতে হাজির হন ইউএনও মো. ইয়াসির আরাফাত। বন্ধ করেন বিয়ে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর আলাউদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে।
জানা যায়, বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউপির উত্তর অভিরামপুর গ্রামে ওই স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি টের পেয়ে বিয়েবাড়িতে হাজির হন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। ঘটনার সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং বরকে ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
ইউএনও ইয়াসির আরাফাত জানান, বর ও কনের পরিবার চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন। গোপনে বেগমগঞ্জের নিজ বাড়িতে বিয়ের আয়োজন করেন। ঘটনার সত্যতা পেয়ে বরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। উপস্থিত সবাইকে বাল্যবিয়ের কুফল ও এর আইনগত ব্যবস্থা সম্পর্কে সচেতন করা হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে এ অভিযান চলবে।