আশাশুনি কুল্যা কাদাকাটি সড়কে ধূলা থামাতে পানি স্প্রে
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা টু বাঁকা সড়কে ধূলার হাত থেকে রক্ষা পেতে পানি ছিটানেরা কাজ করা হচ্ছে। রবিবার থেকে ব্যক্তি উদ্যোগে জনস্বার্থে পানি ছিটানো হচ্ছে।
কুল্যা টু বাঁকা সড়ক সংস্কার কাজ শুরু করা হয় এক বছর আগে থেকে। কিন্তু ঠিকাদাররা সংস্কার কাজ শুরুর পর দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় জনভোগান্তি সৃষ্টি হয়েছে। কুল্যা থেকে কাদাকাটি পর্যন্ত সড়ক খুড়ে আংশিক কাজ করার পর বন্ধ হয়ে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল করলেই ধুলায় এলাকা একাকার হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনেকে এ সড়ক ব্যবহার না করে দূরবর্তী সড়কে যাতয়াত করতে বাধ্য হচ্ছে। যারা অনন্যোপায় হয়ে সড়ক ব্যবহার করছে তারা ধুলায় গোসল করে যাচ্ছে। এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ ব্যক্তি উদ্যোগে সড়কে পানি ছিটানোর কাজ শুরু করেছেন। যাতে সড়কের ধুলো উড়তে না পারে। সোমবার এরই অংশ হিসাবে কুল্যার মোড় থেকে কাদাকাটি পর্যন্ত পানি ছিটানোর কাজ করান। যেসব স্থানে পুকুরে বা ডোবায় পানি রয়েছে সেখানে মেশিন খাটিয়ে লম্বা পাইপের মাধ্যমে রাস্তায় পানি ছিটানো হয়েছে। চেয়ারম্যান ওমর ছাকি পলাশ পানি ছিটানোর কাজ উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ পানি ছিটানোর কাজ করছেন।