আশাশুনির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বনভোজন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
নতুন বছরে শিক্ষার্থীদেরকে আনন্দঘন পরিবেশে সম্পৃক্ত করা ও স্কুলে বিনোদন সৃষ্টি করার লক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন শুরু হয়েছে।
নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পড়ালেখার পাশাপাশি বিনোদনে সম্পৃক্ত করতে গ্রাম বাংলার ঐতিহ্য বনভোজন অনুষ্ঠান হয়ে থাকে। এতে শিক্ষার্থীদের পড়ালেখার গÐির বাইরে সম্মিলিত ভাবে আনন্দ করার ফুসরত খুজে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বার্ষিক বনভোজনের আয়োজন করে যাচ্ছে।
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পাশে সুন্দর পরিবেশ নির্জন কোন স্থানে সকল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দের অংশ গ্রহনে এ বনভোজনের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসাবে উত্তর চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার স্কুলে বার্ষিক বনভোজনের আয়োজন করে।
অনুষ্ঠানে ক্লাস্টার অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম উপস্থিত ছিলেন। সোমবার একই ভাবে স্কুল ক্যাম্পাসে ফকরাবাদ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়।