তালায় পানের বরজে আগুন,ক্ষতিগ্রস্ত কৃষক
ফারুক সাগর :
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে তিনটি পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।বরজ পোড়ার কারনে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পান চাষীদের।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশসহ স্থানীয়জন প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত পান চাষীরা হলেন,খলিষখালী এলাকার মহাদেব পালের ছেলে পুষ্কর পাল, কালিপদ পালের ছেলে তাপস পাল ওরফে মনা ও পলাশ পাল।
স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার দে ক্ষতিগ্রস্ত পান চাষীদের বরাত দিয়ে বলেন, সোমবার ভোর রাতে দিকে কে বা কারা খলিশখালী পাল পাড়া গ্রামের মহাদেব পালের ছেলে পুরস্কার পাল, কালিপদ পালের ছেলে তাপস পাল ও পলাশ পালের পানের বরজে আগুন দেয়। সকালে কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অধিকাংশ পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়।
ক্ষতিগ্রস্থ তাপস পাল ওরফে মনা বলেন, রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা বরজের পান কাটার পর বস্তাভরে নিয়ে গেছে । তারা পান নিয়ে যাওয়ার সময় একবস্তা পানও ফেলে রেখে যায়। এরপর বরজের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে পান গাছ সহ বরজের অধিকাংশ পুড়ে গেছে ।
খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ(এস.আই)আজিজুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
Please follow and like us: