কারিতাস CIMMS প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক সেমিনার
শ্যামনগর ব্যুরোঃ
শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের CIMMS প্রকল্পের উদ্যোগে মানবাধিকার ও শিশু অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৷
২৯ই জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের অধীনে মানবাধিকার এবং শিশু অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে সভাপতিত্ব করেন, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন ৷ এছাড়াও ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যাগন ও ইউনিয়নে কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধি, প্রকল্পের দলীয় সংগঠনের প্রতিনিধি সহ ৫০ জন অংশগ্রহনকারী মানবাধিকার এবং শিশু অধিকার সেমিনারে অংশগ্রহন করেন।
কারিতাস UDW শরিফুল ইসলামের সঞ্চলনায় প্রকল্পের পক্ষে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপন্থাপন করেন, প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল। সেমিনারে মানবাধিকার এবং শিশু অধিকার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মিসেস নেল্লা সরকার ও মি: সুজন সেন (UDW) সহ প্রমূখ ব্যক্তি বর্গ।
Please follow and like us: