সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
একরামুজামান জনিঃ
থাকব ভালো,রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়ে গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্য সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ ময়ন‚ল ইসলাম ময়িন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জনশক্তির সহকারী পরিচালক মোস্তফা জামান, আনছার ও ভিডিপি জেলা কমান্ডার মোরশেদা খানম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ কে,এম মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা.পুলক কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক আশিশ কুমার মন্ডল, মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ পরিচালক এ,কে শফিউল আজম সহ আরো অনেকে।
Please follow and like us: