ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাধীনতা চত্ত্বরে গতকাল বুধবার (২৫ জানুয়ারী) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়, শাহপুর মাধ্যমিক স্কুল, বান্দা স্কুল এ্যান্ড কলেজ, চুকনগর কলেজ, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মধুগ্রাম কলেজ, হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া কলেজ, কুলটি মাধ্যমিক স্কুল, সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, মিকশিমিল মাধ্যমিক স্কুল, কাঁঠালতলা মাধ্যমিক স্কুল, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মির্জাপুর মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা মেলায় অংশ গ্রহন করে। এ সময় তাদের মেধা ও প্রযুক্তি দিয়ে বিভিন্ন প্রকারের উদ্ভাবন উপাস্থাপন করে।
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি মেলা-ষ্টল পরিদর্শণ ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরে দুপুর ৩ টায় পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ, ডুমুরিয়া মহাবিদ্যালযের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রকৌশলী আব্দস সালাম মিয়া, সরকারী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সালমা রহমান, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
Please follow and like us: