গনতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিনিধি :
গনতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় তালতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি আহবায়ক মোঃ শের আলী,সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন,
কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আশেক ই-এলাহী মুন্না, জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে ইয়াছিন আলী, সাইফুল ইসলাম বাবলু, এম এ রাজ্জাক, আশরাফ হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে কামরুল ইসলাম, কবির, তাইজুল, গণি, মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ্য, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিহাবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মাধ্যমে নির্দদলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।