কোহলিকে ছাড়িয়ে বাবরের পাশে গিল
স্পোর্টস ডেস্ক:
চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। রানের ফোয়ারা ছুটিয়েই যাচ্ছেন এই ওপেনার। এবার স্বদেশী বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজমকে ছুঁয়ে ফেললেন এই তরুণ।
তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এত দিন সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডটি ছিল বাবরের দখলে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে তাকে স্পর্শ করেন গিল। তবে এই জায়গায় গিলের আফসোস, আর এক রান বেশি করতে পারলেই টপকে যেতেন বাবরকে।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটিতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর। তিন ম্যাচে যথাক্রমে ১২০, ১২৩ এবং ১১৭ রান করেছিলেন পাক অধিনায়ক। তিন ম্যাচে তার মোট রান দাঁড়ায় ৩৬০।
নিউজিল্যান্ডের বিপক্ষেও গিলের দুই সেঞ্চুরি ও একটি ৪০ রানের ইনিংসের কল্যাণে সংগ্রহ গিয়ে ঠেকে ৩৬০ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে গিল করেছেন যথাক্রমে ২০৮, ৪০ এবং ১১২ রান। দ্বিতীয় ম্যাচে গিল অপরাজিত থাকেন ৪০ রানে। তৃতীয় ম্যাচে করেন ১১২।
এই তালিকায় তিন নম্বরে আছেন একজন বাংলাদেশীও। তিনি ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালে তিন ম্যাচে ইমরুলের সংগ্রহ ছিল ৩৪৯ রান।
ঐদিকে এতোদিন তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান ছিল কোহলির। চলতি বছরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি মোট ২৮৩ রান। তবে সেই রেকর্ড ৯ দিনও টিকলো না। ভেঙে দিলেন গিল।