তালায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ
ফারুক সাগর ,তালা :
সাতক্ষীরার তালা উপজেলার ভারসা গ্রামে রাতের আঁধারে জোর পূর্বক সম্পত্তি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। একদিকে উপায় না পেয়ে বেদখলীয় জমি উদ্ধারে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছে ভুক্তভোগী মাহামুদার পরিবার। শুক্রবার গভীর রাতে পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে মৃত করিম বক্সের ছেলে সালাউদ্দিন তার জীবদ্দশায় পৈত্রিক সম্পত্তির অংশিদার স্বীয় বোন রাশিদা খাতুনের কাছ থেকে ভারসা মৌজায় ৫৪৮ দাগের জমি কিনে শান্তিপূর্ণ ভোগদখল ছিলেন।কিন্ত গত শুক্রবার রাতে একই এলাকার রমজান,নাজমুল,শাহিনুর,শহিদুলসহ ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক ঘর নির্মান করে।
পরিবর্ততে মাহামুদার স্বামী আবুল হোসেন ওই রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশকে জানায়।
পরবর্তীতে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এ এস আই হান্নান দুই ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ভুক্তভোগীকে নিরাপত্তার কারনে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেন। তবে পুলিশ নিরব ভূমিকায় থেকে রমজানদের ঘর নির্মানে সহযোগীতা করেছেন বলে এমন অভিযোগ ভুক্তভোগী পরিবরের।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) হান্নান জানান আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নিরাপত্তার কারনে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছি মাত্র।
Please follow and like us: