শ্যামনগর থানার উদ্যোগে গাবুরায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নে শ্যামনগর থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে জনগনের সম্পৃক্ততা বিষয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় গাবুরার ১৭৩ নং সোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা পুলিশের এসআই, এএসআইবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে আইনের বাস্তবায়নে জনগনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন মিথ্যা মামলা, হয়রানী বন্ধে শ্যামনগর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। অপরাধী যে দলেরই হোক না কেন অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে আপনারাও পুলিশের সহযোগিতা করবেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এস এম আতাউর রহমান।
Please follow and like us: