কালিগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা:
এক নারী মাদকব্যবসায়িকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তাকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাঘুরালি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ির নাম হালিমা খাতুন(৩২)। তার স্বামীর নাম শাহাদাৎ হোসেন। কালিগঞ্জ থানার উপপরিদর্শক আশীষ কুমার ঘোষ জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে তার নেতৃত্বে পুলিশ মাঘুরালি গ্রামের শাহাদাৎ হোসেনের বাড়িতে অভিযান চালায়।
পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগে হালিমা ও তার স্বামী শাহাদাৎ একটি ব্যাগে করে ৭০ বোতল ফেনসিডিল নিয়ে ঘরে ঢুকছিল। পুলিশের উপস্তিতি টের পেয়ে শাহাদাৎ পালিয়ে গেলেও তান স্ত্রী হালিমাকে ঘরের মধ্যে ঢোকার আগেই তার হাতে থাকা ব্যাগে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, এ ঘটনায় হালিমা খাতুন ও তার পলাতক স্বামীর নাম উলেখ করে শনিবার ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। হালিমাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।