কলারোয়ায় সম্মিলিত ব্লাড ব্যাংকের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
কামরুল হাসান:
কলারোয়ায় ব্রজবাকসা সম্মিলিত ব্লাড বাংকের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ব্রজবাকসায় ব্লাড বাংকের অস্থায়ী কার্যালয়ে ১৫০ শত ছিন্নমূল পরিবারের মাঝে ওই শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
কলারোয়ায় ব্রজবাকসা সম্মিলিত ব্লাড বাংকের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ব্রজবাকসায় ব্লাড বাংকের অস্থায়ী কার্যালয়ে ১৫০ শত ছিন্নমূল পরিবারের মাঝে ওই শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী রায়হান আল বাসারের অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারহান আল ফারুক। সাধারণ সম্পাদক মাহামুদ হাসানের পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা ইমামুল ইসলাম, সংগঠনের সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন , দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক, নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্র বৃত্তি সম্পাদক, ডা. মোঃ মামুন , বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুনতাসির মামুন, উপ রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, আফজাল হোসেনসহ সংগঠনের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও উপকারভোগীগণ। উল্লেখ্য, উপজেলার ১৫০ শত ছিন্নমূল পরিবারের সদস্যরা শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে সম্মিলিত ব্লাড ব্যাংক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please follow and like us: